২৬ মার্চ চালু হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী রেল চলাচল

প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২২

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন  বন্ধ থাকার পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী  ট্রেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ ট্রেন চালু হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক।

এ নিয়ে ভারতের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে উল্লেখ্য করে শাহাদাত আলী জানান, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার বিষয়টি নিয়ে আগামী রবিবার আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হবে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোন সমস্যা দেখা না দিলে আগামী ২৬ মার্চ ট্রেন চালু হতে পারে বলে জানান তিনি।

ঢাকা-কোলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। ২০০৮ সালের ১৪ এপ্রিলে উভয় দেশে চলাচল শুরু করে মৈত্রী এক্সপ্রেস। অপরদিকে বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় ২০১৭ সালের ৯ নভেম্বর।

এছাড়া ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালি এক্সপ্রেস নামে একটি ট্রেন চালু ছিল। তবে করোনার কারণে ট্রেনটিতে এখন পর্যন্ত কোনো যাত্রী পরিবহন শুরু করা যায়নি