৪২ তম বিসিএস ভাইভা স্থগিত

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২১

৪২ তম বিসিএস এর ভাইভা স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসজনিত সংক্রমণের সরকারি বিধিনিষেধের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার পর মৌখিক পরীক্ষায় পরিবর্তিত তারিখ জানাবে সরকারি কর্ম কমিশন।

আজ মঙ্গলবার পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে ২০০০ চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬০২২ জন।