৪ দিন পর ভারতে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলো

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, মে ১০, ২০২১

করোনা মোকাবেলায় দিশেহারা ভারত। প্রতিদিন দ্রুত বৃদ্ধি পাচ্ছে সংক্রমণের সংখ্যা। সংক্রমণের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে পরপর ৪ দিন। টানা ৪ দিন পর আক্রান্তের সংখ্যা ৪ লাখের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন। দৈনিক মৃত্যুর সংখ্যাও নেমেছে ৪ হাজারের নিচে। সোমবার দেশটিতে ৩ হাজার ৭৪৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

রোববার (৯ মে) দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন এবং মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯২ জনের। যা সারাবিশ্বে সর্বোচ্চ সংক্রমণ ও মৃতের সংখ্যা।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী সোমবার (১০ মে) পর্যন্ত ভারতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন। এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জনের। তবে আক্রান্তের সঙ্গে সঙ্গে সুস্থতার সংখ্যাও বেড়েছে। এখনও পর্যন্ত দেশটিতে মোট এক কোটি ৮৬ লাখ ৬৫ হাজার ২৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ বর্তমানে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লাখ ৫০ হাজার ৯৯৮ জন।