বড়াইগ্রামে কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালিত।

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

বড়াইগ্রামে কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালিত।

নিজস্ব প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রামে ‘বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব’ এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার বনপাড়া পৌর শহরের আল-হাসিব চাইনিজ রেস্টুরেন্টে দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারন সম্পাদক পিকেএম আবদুল বারী, কার্য্য নির্বাহী সদস্য পারুল আক্তার ও অন্যদের মধ্যে তথ্য প্রযুক্তি সম্পাদক সুরুজ আলী, কার্য্য নির্বাহী সদস্য মোতালেব হোসেন, আজাদুল বারী, করিম মৃধা, মুরছালিন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ‌