BIP কি পারবে??

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

২০১৩ সালের নভেম্বরে প্রথম চালু হওয়ার পরে গত ৭ বছরে সাড়ে চার কোটি গ্রাহক ডাউনলোড করেছে অ্যাপটি।  আর গত কয়েক সপ্তাহে ডাউনলোড হয়েছে প্রায় এক কোটি।  ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত ১৬৬ দেশ থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছে মত ২৬ লাখ লোক।  ২০১৭ সালে মোট ব্যবহারকারী হয় ১ কোটি ৮০ লাখ।
২০১৮ সালের নভেম্বরে এই সংখ্যা পৌঁছে ৩ কোটি ৪০ লাখে।২০১৯ সালে তুরস্কের সবচেয়ে বেশি ব্যবহৃত আপগুলোর মধ্যে এক নম্বরে ছিল হোয়াটসঅ্যাপ আর ২০ নম্বরে ছিল বিপ । সে বছর সেপ্টেম্বর পর্যন্ত তুরস্কে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতো ৪ কোটি ৩৫ লাখ লোক। ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত সারা বিশ্বে বিপ ব্যবহারকারী সংখ্যা ছিল ৪ কোটি ৫০লাখ। আর ২০২১ এর জানুয়ারিতে এসে বিশ্বের ১৯৬ দেশে বিপ ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ছাড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বব্যাপী Bip অ্যাপ ডাউনলোড করেছে ৬ কোটিরও বেশি গ্রাহক।
এ পর্যন্ত বিশ্বব্যাপী Bip অ্যাপ ডাউনলোড করেছে ৬ কোটিরও বেশি গ্রাহক।
তুরস্কের ইন্টারনেট এবং মোবাইল ব্যবহার পরিসংখ্যান
সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, তুরস্কের জনসংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি।  এদের শতকরা ৯৯.৯ ভাগ অর্থাৎ ৮ কোটি ২০ লাখ লোক মোবাইল ব্যবহার করে।  এদের মধ্যে ৭ কোটি ৬৫ লাখ গ্রাহক ৪.৫জি এবং ৪৪ লাখ ৩জি টেকনোলজি ব্যবহার করে।২০২০ সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী জনসংখ্যার শতকরা ৭৪ ভাগ অর্থাৎ ৬ কোটি ২০ লাখ লোক ইন্টারনেট ব্যবহার করে। (বর্তমানে আরও বেশি) আর জনসংখ্যার শতকরা ৬৪ ভাগ লোক অর্থাৎ ৫ কোটি ৪০ লাখ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ইউটিউব, ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসএপ, ইন্সটাগ্রাম, লিঙ্কডইন, স্নাপচ্যাট, টিকটক, স্কাইপ, টুইচ, টাম্বলার, রেডিট, উইচ্যাট, লাইন। উপরের তালিকা থেকে স্পষ্ট যে তুরস্কে সবচেয়ে জনপ্রিয় মোবাইল অ্যাপগুলোর তালিকায় একটিও দেশীয় অ্যাপ নেই।

বিপ কি হোয়াটসঅ্যাপের জায়গা দখল করতে পারবে?
এ প্রশ্নের জবাবে তুর্কি সাংবাদিক সরোয়ার আলম বলেন, সরকার যদি জনগণকে বিপ ব্যবহার করতে বাধ্য না করে তাহলে সম্ভাবনা নেই। অর্থাৎ সরকার যদি হোয়াটসঅ্যাপ বন্ধ করে না দেয়, তাহলে বিপুল সংখ্যক জনগণ স্বেচ্ছায় হোয়াটসঅ্যাপ বন্ধ করে বিপে যাবে এমনটা ধারণা করা ভুল।  কারণ এখানে আরও অনেক পপুলার অ্যাপ আছে যেমন, টেলিগ্রাম, লাইন।  তবে বিপের আছে উন্নত কল কোয়ালিটি, ব্যবহারে সহজ, ডাটা নিরাপত্তা, তৃতীয় কোন পক্ষের বিজ্ঞাপন ছাড়াই নির্বিঘ্নে ব্যবহার করার মত বিভিন্ন সুবিধা। আর এতে একত্রে ছয়জনের সাথে ভিডিও কনফারেন্স করা সম্ভব