Dev Task অনলাইনে ব‍্যবসার নামে প্রতারণা।

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২১

নিজস্ব প্রতিনিধি।                                WWW.DEV TASK অনলাইন ব্যবসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে।এই DEV TASK কম্পানি অনলাইন প্রচার করে আমাদের নিকট টাকা জমা রাখিলে আমরা লাভংশ দিব এই প্রচারের পর অনেকেই লাভের আশায় টাকা জমা দেন। সারা বাংলাদেশে থেকে ৭থেকে ৮ হাজার অনুমানিক গ্রাহক টাকা জমা দিয়েছে। গত ৩০/৫/২০২১ তারিক উক্ত কম্পানি অনলাইন হতে সমস্ত কার্যক্রম গুটিয়ে নিয়ে উধাও হয় এরপর আর তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। ভুক্তভোগী শিমুল শেখ বাদী হয়ে ফতুল্লা থানায় জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন আমি ২০৫০ টাকা জমা দিয়েছি এবং আমার সাথে থাকা আরও ২৫ /৩০ জন গ্রুপের মাধ্যমে টাকা জমা দেই ৩০ তারিখ হইতে এই DEV TASK সাথে আর যোগাযোগ করতে পারি নাই যে সব নাম্বারের মাধ্যমে আমার নিকট থেকে টাকা নিয়েছে আমার কাছে আছে।৩১/৫/২০২১ তারিখে আমি থানায় জিডি করছি জিডি নম্বর স৫৪১০/২০২১। শিমুল শেখ বলেন,আমি এর উপযুক্ত বিচার চাই প্রশাসন,সরকারের উচ্চপর্যায়ের সবার কাছে আবেদন বাংলাদেশের এরকম কোন কোম্পানি মানুষের সাথে প্রতারনা করতে না পারে।