যশোরে ব্যতিক্রমী আয়োজনে যশোর কমিউনিটি

Reporter Reporter

Bangladesh

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

যশোরে ব্যতিক্রমী আয়োজনে যশোর কমিউনিটি

 

নিজস্ব প্রতিবেদক||

নারী স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রমঃ-

আজ যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন এবং কার্যক্রমের অংশ হিসেবে সেখানে শিক্ষার্থীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করে অরাজনৈতিক সামাজিক সংগঠন  Jashore community যশোর কমিউনিটি। স্কুলের প্রায় ৫০ জন শিক্ষার্থীর মধ্যে দেড় বছরের ব্যবহার উপযোগী ন্যাপকিন প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে যশোর কমিউনিটির সভাপতি Raiyan Hashar, সহ সভাপতি মোঃ জাহিদ, সাংগঠনিক সম্পাদক Sanjeet Chakrobarty, যুগ্ম সাধারণ সম্পাদক Kakoli Alamgir Shis Hir, সাংগঠনিক সম্পাদক Zeba Tasnia Achal সহ আরো অনেকে।

 

যশোর কমিউনিটির এই পুরো আয়োজনকে সফল করতে অনুদান দিয়ে সাহায্য করেছে Footsteps । Footsteps কে তাদের পৃষ্ঠপোষকতার জন্য Jashore Community যশোর কমিউনিটি আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটির সভাপতি জনাব রাইয়ান হাসার।

তিনি জানান, “যশোর কমিউনিটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন । যশোর কমিউনিটি বিশ্বাস করে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। নারী উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে আজকের এ আয়োজন।নারী স্বাস্থ্য সুরক্ষায় অতীতেও যশোর কমিউনিটি  ছিল এবং ভবিষ্যতেও থাকব“।

Footsteps এর দেওয়া পরিবেশ বান্ধব SOS বিজয়া স্যানিটারি কিট নারীর স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যকর স্যানিটেশন এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন উপস্থিত থাকা দুই জন চিকিৎসক এবং সমাজ কর্মীর।

যশোর কমিউনিটির সদস্য ফাহাদ আল তাজীম আজকাল ২৪ নিউজকে জানান, যশোর কমিউনিটির  এরূপ ব্যতিক্রমী আয়োজন ধারাবাহিকভাবে চলমান থাকবে।

 

যশোর কমিউনিটি নারীর প্রগতিতে বিশ্বাস করে।

নারীদের উন্নয়ন এর প্রথম পদক্ষেপ হিসেবে যশোর কমিউনিটির এই সফল কার্যক্রম যেন এগিয়ে যায় দুর্বার গতিতে এই কামনায় তারা সকলের কাছে দোয়াপ্রার্থী।