প্রাণীসম্পদ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা এর সাথে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাত ও স্মারকলিপি প্রদান

Reporter Reporter

Bangladesh

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২

গত ১৭ অক্টোবর ২০২২ প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা এর সাথে বাংলাদেশ”ডিপ্লোমা ইন লাইভস্টক”স্টুডেন্টস ফেডারেশন (বিডিএলএসএফ) এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ স্মারকরিপি প্রদান ও সৌজন্য সাক্ষাৎ করেন।

উক্ত সাক্ষাতে প্রাণিসম্পদ ডিপ্লোমাধারীদের বিভিন্ন দাবী-দাওয়া সম্পর্কে আলোচনা করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রামের ভেটেরিনারি ফিল্ড এ্যাসিসট্যান্ট (VFA) পদ সহ অন্যান্য পদে নিয়োগবিধি সংশোধন করে ৪ বছর মেয়াদি “ডিপ্লোমা ইন লাইভস্টক” ডিগ্রি হতে একক নিয়োগ ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা/সমমান পদে “ডিপ্লোমা ইন লাইভস্টক” হতে নিয়োগের দাবি উত্থাপন করেন।

এসময় তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবির প্রতি একাত্মতা পোষণ করেন এবং পরবর্তী সময়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের যে কোন নিয়োগে ডিপ্লোমা হতে

একক নিয়োগের জন্য আশ্বাস প্রদান করেন। তিনি আরও আশ্বস্ত করেন যে, প্রাণিসম্পদ বিষয়ক টেকনিক্যাল পদসমূহে ডিপ্লোমা ব্যতিত অন্যান্য যোগ্যতা হতে নিয়োগ প্রদান করা হবে না। শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদি “ডিপ্লোমা ইন লাইভস্টক” পাশকৃত দেরই নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন।

এসময়,বাংলাদেশ”ডিপ্লোমা ইন লাইভস্টক”স্টুডেন্টস ফেডারেশন (বিডিএলএসএফ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি-আল ফরহাদ জীম, সাধারণ সম্পাদক-আবিদ শাহরিয়ার আহমেদ, প্রচার সম্পাদক-রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক-মোক্তারুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক-সিয়াম মাহমুদ এবং ছাত্র প্রতিনিধি- রাফিল ইসলাম উপস্থিত ছিলেন।