ঢাকা, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চরম হতাশায় ভুগছেন আই.এল.এস.টি এর শিক্ষার্থীরা

Reporter

Bangladesh


প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ও প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন-

ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আই.এল.এস.টি) তে অধ্যয়নরত ৪ বছর মেয়াদী “ডিপ্লোমা ইন লাইভস্টক” কোর্সের শিক্ষার্থীরা চরম হতাশায় ভুগছেন। ইতোমধ্যেই আই.এল.এস.টি-গাইবান্ধা থেকে ২ টি ব্যাচ পাশ করে বের হয়েছেন এবং আরো একটি ব্যাচ মাঠ পর্যায়ে  সংযুক্তিতে আছেন তা ছাড়াও আরো ৩ টি ব্যাচ অধ্যয়নরত অবস্থায় আছেন। আইএলএসটি  ব্রাহ্মণবাড়িয়া এর একটি ব্যাচ মাঠ পর্যায়ে সংযুক্তিতে ও ৩টি ব্যাচ অধ্যয়নরত আছেন এবং গোপালগঞ্জ, নেত্রকোনা ও খুলনাতে ১ টি করে ব্যাচ অধ্যয়নরত আছেন।

ইতোমধ্যে ২ টি ব্যাচ পাশ করে বের হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরের কোথাও কোনো চাকরি সুযোগ না থাকায় ছেলেরা বিভিন্ন কোম্পানি বা এনজিও এর দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু মেয়েদের কোথাও কোন সুযোগ নেই বলে জানা গেছে।ফলে কারিগরি শিক্ষা গ্রহণ করেও এখানকার শিক্ষার্থীরা  শিক্ষিত বেকারের পরিনত হচ্ছে। 

এব্যাপারে কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, তারা অনেক কষ্টের সঙ্গে বর্তমান সময় অতিবাহিত করছেন। তারা প্রাণিসম্পদ অধিদপ্তরের উর্দ্ধতন  কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন যেনো যত দ্রুত সম্ভব তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হয়।

এদিকে বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন,বঙ্গবন্ধু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসোসিয়েশন ও বাংলাদেশ “ডিপ্লোমা ইন লাইভস্টক”স্টুডেন্টস ফেডারেশন এর পক্ষ থেকে জানানো হয়েছে,” তারা প্রাণিসম্পদ অধিদপ্তরের উর্দ্ধতন  কর্তৃপক্ষের সাথে দীর্ঘদিন ধরে সাক্ষাৎ ও আলাপ-আলোচনা করার পর উর্দ্ধতন কর্তৃপক্ষ  সর্ববিষয়ে আশ্বস্ত করলেও এখন পর্যন্ত কোন কিছুরই বাস্তবায়ন করা হয়নি।”

এব্যাপারে দায়িত্বশীল কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে যে, তারা দীর্ঘদিন ধরে অধিদপ্তরের উর্দ্ধতন  কর্মকর্তাদের সাথে বেশ কয়েকবার আলাপ-আলোচনা করেও তারা এখনো কোন কিছুরই বাস্তবায়ন দেখতে পাননি। তাই এব্যাপারে তারা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় ও সচিব মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছেন।