দিল্লিতে ভয়াবহ আগুনে দেড়শ ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

ভারতের দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদের বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় ১,৫০০ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৫ মে) রাত ১২টা ৫০ মিনিটে তুঘলকাবাদের বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় ওই এলাকার অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিল। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত দমকল বাহিনীকে খবর দেয়।  ২৮টি দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সংবাদ সংস্থা এএনআইকে দক্ষিণ-পূর্ব পুলিশের ডেপুটি কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা বলেন, আমরা রাত প্রায় ১টা নাগাদ তুঘলকাবাদের বস্তিতে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সে সময় ওই এলাকার অধিকাংশ মানুষই ঘুমিয়ে পড়েছিলেন। সে অবস্থাতে দ্রুত পুলিশ ও দমকল বাহিনী মিলে বস্তির বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। ভোর ৩.৪০-এ আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে পুড়ে ছাই প্রায় ১,৫০০ ঝুপড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছেন শত শত মানুষ।

তিনি আরও জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এখনও জানা সম্ভব হয়নি ।

শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের খবর মেলেনি। দমকল বাহিনী এখনও সেখানে কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র : এনডিটিভি