শ্যামনগরে বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মশা নিধন স্প্রে করায় ৬ জন শিক্ষার্থী অসুস্থ

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার ৬৯নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলাকালীন মশা নিধন স্প্রে করায় ৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।মঙ্গলবার ২২ শে আগস্ট সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়,স্কুল চলাকালীন সময়ে মশা নিধন স্প্রে করার কারণে এর গন্ধে ৬ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
৬জন শিক্ষার্থীদের মধ্যে চারজন বেশি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন, ৬৯নং বংশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ইশিতা সাহা( ৯), চতুর্থ শ্রেণির ছাত্র ইশরাক হোসেন (১০), চতুর্থ শ্রেণির ছাত্রী সুরাইয় (১০), তৃতীয় শ্রেণির ছাত্রী রিমা (৯), চতুর্থ শ্রেণির ছাত্রী তৈয়েবা (১০), চতুর্থ শ্রেণির ছাত্রী মারিয়া (১০)।
অভিভাবকরা বলেন, স্কুল চলাকালীন সময়ে স্প্রে করাটা ঠিক হয়নি। একজন বাচ্চা মারা গেলে দায় কে নেবে? শিক্ষকদের উচিত ছিল স্কুল ছুটি হওয়ার পর স্প্রে করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, গ্যাসের গন্ধের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছিল। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছে, সবাই বাড়িতে চলে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদনমোহন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে ও দুঃখ অফিসারের অনুমতিতে এ মশা নিধন স্প্রে করা হয়। স্প্রে করার ৩০ মিনিট পরে বাচ্চাদের ক্লাসে উঠানো হয়। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে এবং আমরা সাথে সাথে তাদেরকে শ্যামনগর হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। তারা সবাই এখন সুস্থ আছে। এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোনটি রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।