ফাঁসানো হলো ডাঃ জোবায়েরকে

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

বিয়ানীবাজারের চারখাই নিজের দেয়া ডায়াগনস্টিক সেন্টারে ডাঃ জোবায়ের মেডিকেয়ার এন্ড প্যাথোলজি সেন্টারে নিয়মিত রোগী দেখতেন ডাক্তার জোবায়ের।গরিবের ডাক্তার, মানবিক ডাক্তার নামে অনেকের কাছেই সমাদৃত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব পদচারনা ছিলো ওনার।লেখনীতে ছিলে অন্যায়ের বিরুদ্ধে আপষহীনতার ঝাঁজ।
এর আগে একজন ইউনিয়ন সাব সেন্টারের ভিসিটরের অন্যায় কুকীর্তি সবাইকে জানানোর ফলে নিজের জীবন এবং কর্মস্থল হুমকীর মুখে পড়ে।
ছেড়ে আসেন আগের কর্মস্থল।
মানুষের সেবায় চারখাইতে দাড় করান সেবাকেন্দ্র।
প্রতিদিন দুর দুরান্ত থেকে অনেক মানুষ সেবা নিতে আসে।
গত ১৫ ই জুন একজন মহিলা রোগী আসে স্তনে সমস্যা নিয়ে।
মেডিকেলের নিয়ম মেনে একজন এটেন্ডেন্ট রেখেই নিজের চেম্বারে পরীক্ষা করে ঐ রোগীকে সেবা দিয়ে বাড়িতে পাঠান।
ঘন্টাখানেক পরেই কিছু মানুষ চেম্বার ঘিরে ফেলে।
শ্লীলতাহানিরর অভিযোগ নিয়ে এলাকাবাসী হামলা করে ডাঃ জোবায়েরের উপর।
মিছিল দিয়ে ওনাকে চারখাই ছাড়তে বলে।
ডাক্তার জেবায়ের পুলিশের দ্বারস্থ হোন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে “বরুড়া ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস সোসাইটি”।
ডাঃ জোবায়েরের পাশে থাকার আশ্বাস দেয় সংস্থাটি।