বড়াইগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। 

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৪

বড়াইগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন।   নিজস্ব প্রতিনিধি ।

নাটোরের বড়াইগ্রামে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

 

দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, স্কাউট সদস্য ও কুচকাওয়াজ।

 

পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর ৬১- গুরুদাসপুর – বড়াইগ্রাম সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন