ডাঃ সৈয়দা শওকাত এবং পুলিশ

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

বিএসএমএমইউ এর এসোসিয়েট প্রফেসর ডাঃ সৈয়দা শওকাত ফেসবুকে ভাইরাল হয়েছেন আজ। ডিউটি শেষে বাসায় ফেরার পথে পুলিশ তার গাড়ি আটকায়। এমতাবস্থায় ডাঃ সৈয়দা শওকাতও পুলিশকে কথা শোনান। বেশ কিছুদিন ধরেই অনেক চিকিৎসক অভিযোগ করে আসছিলেন তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। তাদের অভিযোগ হাসপাতাল খোলা আর লকডাউন, এই পরিস্থিতিতে তাদেরকে রাস্তায় চলাচল করতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যেটা অনাকাঙ্ক্ষিত। এভাবে প্রশ্নের ব্যাখ্যা রাস্তার মোড়ে মোড়ে দিয়ে হাসপাতালে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর পুলিশের বক্তব্য হল আইডি কার্ড ছাড়া তারা রাস্তায় চলাচল করতে দিবেন কিভাবে??

এখানে ডাঃ সৈয়দা শওকাতের বক্তব্য তুলে ধরা হলঃ

এই মাত্র কাজ শেষে ফেরার পথে পুলিশ আমার গাড়ি আটকিয়ে, গাড়িতে বিএস এম এম ইউ এর পারমিশন পেপার আমার গায়ে সীল লাগা এপ্রন থাকা সত্তেও এগুলো ভুয়া হতে পারে বলে ঝামেলা করলো। ডাক্তার জাতি কে অপমান। পুলিশ কে অযথা ঝামেলা করার জন্য আমিও কথা শুনাতে ছাড়ই নাই। তার জন্য সে আমাকে থানায় নেয়ার হুমকি দেয়। পরবর্তীতে মাজিস্ট্রেট এসে বুঝতে পেরে সরি বলে কিন্তু পুলিশ তখনও হুমকি দিতেই থাকে।

 

ফেসবুক গ্রুপগুলাতে চিকিৎসকরা তাদের ঐক্যের উপর জোর দিয়েছেন। তারা চান তাদেরকে যেন কোন অবস্থাতেই হেনস্থা করা না হয়।