বড়াইগ্রামে ৭০০০ কৃষক পেলো কৃষি প্রণোদনা 

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

সুরুজ আলী,নিজস্ব প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রামে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৭০০০ কৃষক পেয়েছেন কৃষি প্রণোদনা। মঙ্গলবার দিনব্যাপী এই কৃষি প্রণোদনার আওতায় ৩০০০ কৃষকের মাঝে প্রতিজন বিনামূল্যে ৫ কেজি করে উচ্চ ফলনশীল উফসি বোরো ধানের বীজ, ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া ৪০০০ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল। এতে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।