বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৪

বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

 

নিজস্ব প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচি মধ‍্য দিয়ে ২০২৪” যথাযথ মর্যাদা পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেন্দ্রীয় প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর-৪(বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি। উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধাসহ অন‍্যন‍্য সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা চত্বরে রেলি বের হয় রেলি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন,নাটোর-৪(বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আতাউর রহমান আতা, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার ভূমি বোরহানউদ্দিন মিঠু, বড়াইগ্রাম থানার ওসি মোঃ শফিউল আজম খান, হাইওয়ে ওসি মোঃ হাবিবুর রহমান,কৃষিবিদ শারমিন সুলতানা, কৃষি অফিসার বড়াইগ্রাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আমির হামজা, বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার শামসুল হক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,স্কুলকলেজের শিক্ষক শিক্ষিকা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। আলোচনা শেষে উক্ত অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমান জন্মদিনের কেক কাটা ও শিশুদের মাঝে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।