খাগড়াছড়িতে সনাকের উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে সচেতন নাগরিক কমিটি(সনাক)এর উদ্যোগে নানান আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

রোববার(১৫আগস্ট) বিকাল ৩টা থেকে নানান কর্মসূচির মধ্য দিয়ে সচেতন নাগরিক কমিটি(সনাক)-ট্রান্সপারেন্সি ইনটারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)’খাগড়াছড়ির উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে কুইজ প্রতিযোগিতা এবং”বঙ্গবন্ধুর স্বপ্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ”এর শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা।এছাড়াও এ উপলক্ষে সনাক কার্যালয়ে টপ-টাউন ব্যানার প্রদর্শন করা হয়।

এসময় সচেতন নাগরিক কমিটি (সনাক)’র খাগড়াছড়ি’র সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী অফিসার মাহফুজা মতিন বলেন,১৯৭৪ সালে ১৮জানুয়ারি বঙ্গবন্ধু তাঁর এক ভাষণে বলেছিলেন”দুর্নীতি আমরা দেখবোনা,দুর্নীতি আমরা করবোনা,দুর্নীতি এ দেশ থেকে তাড়িয়ে দেবো”।শৈশবকাল থেকে তিনি বাংলার মানুষের মুক্তির জন্য আন্দোলন,সংগ্রাম করে মানুষের অধিকার আদায় করেছিলেন।তিনি আরো বলেন,দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নাই এবং টিআইবি-সনাক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের সরকারের সাথে সমন্বয় রেখে কাজ করে চলেছে।

এসময় সনাক সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান তাঁর বক্তব্যে বলেন,দুর্নীতি বিরুদ্ধে শুধু আইন,শক্তি দিয়ে দুর্নীতি দমন করা যাবেনা,এর জন্য তিনি দুর্নীতিবাজ,ঘুষখোর ও শোষকদের বিরুদ্ধে জনমত সৃষ্টির কথা উল্লেখ করেছেন।সনাক-টিআইবি বঙ্গবন্ধুর সেই প্রত্যয়কে সামনে রেখে একটি দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।এসময় আরো চট্টগ্রাম ক্লাস্টার কো-অর্ডিনেটর মো: জসিম উদ্দিন বলেন,টিআইবি বাংলাদেশের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করছে।বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন দুর্নীতিমুক্ত এবং শোষনমুক্ত একটি বাংলাদেশ পাওয়ার জন্য।বিভিন্ন সময় বঙ্গবন্ধু তাঁর বক্তব্যে সে কথা বার বার উল্লেখ করেছেন।বঙ্গবন্ধু তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও সাড়ে তিন টি বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে উপলব্ধি করেছিলেন আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম বাঁধা হচ্ছে দুর্নীতি।দুর্নীতির বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার এবং প্রতি প্রতিজ্ঞ অবস্থানে।

এসময় খাগড়াছড়ি সনাকে’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আবদুর রহমানের সঞ্চালনায় জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন,সরকারের পাশাপাশি আমরা বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
এসময় সভায় শিক্ষক,সাংবাদিক,নাগরিক ও যুব সংগঠন,ইয়েস সদস্যরা যুক্ত ছিলেন।