ঝিকরগাছায় ২য় পর্যায়ে সেবা সংগঠনের বাড়ি বাড়ি ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদনঃ

ছবি তোলা হবে না এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা বাসস্ট্যান্ডের একটি অরানৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ এর আয়োজনে, ওয়াপদাহ রোডের ‘টোকিও ডিজিটাল প্রিন্টিং হাউজ’ এর সহযোগিতায় ও অনলাইন নিউজ পোর্টাল ‘চাঁদনী বিডি ডট কম’ এর মিডিয়া পার্টনারের মাধ্যমে, অসহায় মানুষের মধ্যে মাসব্যাপী বাড়ি বাড়ি ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির ২য় পর্যায়ের শুভ উদ্বোধন করেন, জেলা পরিষদ যশোরের সদস্য সাহানা আক্তার।

মঙ্গলবার আসরবাদ সেবা সংগঠনের অফিস কার্যালয়ে প্যাকেটিং কার্যক্রম শুরু হয় এবং এশা-তারাবিরবাদ বাড়ি বাড়ি ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির শুরু করেন, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু, সহ সভাপতি আলীশাহ্, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি ডট কম’র প্রকাশক ও সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, দপ্তর সম্পাদক সাদ আমিন রনি, কার্যকরী সদস্য কিবরিয়া মোর্শেদ, সদস্য মোঃ ফারুক হোসেন, মাসউদুল হাসান সুমন, সোহান উদ্দিন শান্তি, আসাদুল জামান, শাহিনুর, আরিফ হোসেন, সহ আরও অনেকে।

মঙ্গলবার উদ্বোধনের পরে ও বুধবারের দিন পৌরসদরের কৃষ্ণনগর, মোবারকপুর, পুরন্দরপুর, পারবাজার, কীর্তিপুর, কাটাখাল, হাজেরালী, কাউরিয়া, উপজেলার মধ্যে শ্রীরামপুর, লাউজানী, হাড়িয়া দেয়াড়া, মাগুরা, বেনেয়ালী, শিমুলিয়া, গদখালী, পানিসারা, বল্লা, রঘুনাথনগর, বোধখানা, এবং সদর উপজেলার নতুনহাট অসহায় মানুষের মাঝে বাড়ি বাড়ি ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

উল্লেখ্য ইফতার সামগ্রী প্রয়োজনে ফোন করুন ০১৯৯০২৩২২৩৯ এবং সেবা সংগঠনের এই আয়োজনে অংশ নিতে চাইলে আপনার অনুদান পাঠাতে পারেন ০১৭১২-৬১১৭০৬ নাম্বারের বিকাশ ও নগদ’র মাধ্যমে।