ফলোআপ”  লালপুরে ছেলের আঘাতে পিতা নিহত ওসি,র উপস্থিতিতে লাশ দাফন । আইজিপি’র কাছে অভিযোগ  

প্রকাশিত: ৮:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

ফলোআপ”

লালপুরে ছেলের আঘাতে পিতা নিহত ওসি,র উপস্থিতিতে লাশ দাফন । আইজিপি’র কাছে অভিযোগ 

বিশেষ প্রতিনিধি, নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বরে ছেলের আঘাতে পিতা নিহতের ঘটনায় ওসি উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে সুরতহাল না করেই তার উপস্থিতিতে লাশ দাফনের অভিযোগ উঠেছে। এঘটনাই তথ্যদাতা সাংবাদিক কে লাঞ্চিত করায় ওসির বিরুদ্ধে গত ২৮ সেপ্টেম্বর ২০২৩ সে উপ-মহাপুলিশ পরিদর্শক ও পুলিশ সুপার তারিকুল ইসলাম বরাবরে একটি অভিযোগ করা হয়।পরে এডিশনাল এসপিকে তদন্তের নির্দেশ দেওয়ার দীর্ঘ ১৫ দিনেও কোন সুরাহা হয়নি।পরে গত ১২ অক্টোবর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হেডকোয়ার্টারে স্বশরীরে অভিযোগ দায়ের করেন সাংবাদিক ইউসুফ হোসাইন। জানাযায়,গত ২৩ সেপ্টেম্বর রাতে বৃদ্ধ পিতা নুরু বেপারী (৬২) কে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে সিদ্দিক(৪১) আলীর আঘাতে ঘটনা স্থলেই প্রাণ হারান।পরদিন সকালে বিষয়টি ওসি উচ্ছ্বল হোসেনকে অবগত করলে ওসি ঘটনা স্থলে না এসে।আগে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুর সঙ্গে ইউ,পিতে বসে একটি “ব‍্যাক্তিগত জিরো আওয়ার সারেন।পরে ওসি জানাজার নামাজে মুসল্লিদের স্বাভাবিক মৃত্যু বলে ঘোষণা দেন।এসময় নিহতের স্বজনরা সহ চেয়ারম্যানের ভাতিজা মাহাবুল ইসলাম(৩৫)পুলিশের উপস্থিতিতেই তথ্যদাতা সাংবাদিক ইউসুফকে লাঞ্ছিত ও মারধর করেন।এঘটনার পর ঘাতক সিদ্দিক আলী ৮ দিন পলাতক ছিল। এব্যাপারে ওসি উজ্জল হোসেন “বলেন বিষয় টি নিয়ে তদন্ত চলছে এই মুহূর্তে কিছু বলতে পারবনা বলেই” সাংবাদিকদের নিজ অফিসে রেখেই দ্রুত কক্ষ ত্যাগ করেন” দীর্ঘ এক ঘণ্টা বসে থাকার পরও তার দেখা মিলেনি।