বাগাতিপাড়া প্রতারনার মাধ‍্যমে জমি দখলের চেষ্টা।                                                   

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১

বাগাতিপাড়া প্রতারনার মাধ‍্যমে জমি দখলের চেষ্টা।                                                    নাটোর জেলা প্রতিনিধি।নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা দয়ারামপর ইউনিয়নের সোনাপুর হিজলা গ্রামের মোঃ আব্দুল মান্নান এর বিরুদ্ধে প্রতারনার মাধ‍্যমে জালিয়াতি জাল দলিল করে জমি দখলের চেষ্টায় অভিযোগ উঠেছে।জমির দলিল ও কাগজ পএ পর্যালোচনা করে দেখা যাই আব্দুল মান্নান যে ডুমরাই মৌজা সহ ৩.৩৩ জমির মালিক দাবী করেন যাহার বাজার মূল‍্য বর্তমান ২কোটি টাকা এই জমি অনেকেই মুল মালিক ও অংশীদার নিকট হতে ক্রয় করে বাড়িঘর চাষ আবাদ করে এখন পযর্ন্ত ভোগ দখলে আছে।আব্দুল মান্নান যে দলিলে জমির দাবী করছে তা বহু অসংগতি দেখা যাই জমির দাতা ৮জন।যেখানে জমি রাজশাহী জেলায় মধ‍্য তাই রাজশাহী রেজিষ্টারী হওয়ার কথা ছিল তা না করে দিনাজপুর রেজিষ্টারী করে দলিল দেখাচ্ছে আব্দুল মান্নান দিনাজপুর জমি ১শতাংশ আছে রেজিষ্টারির তারিখ ২৪/৬/১৯৭০সাল দলিল নং ১৪৪২১ দলিলের অসংগত মধ‍্য দেখা যাই আব্দুল মান্নানের ঠিকানা দেওয়া আছে মোঃ আব্দুল মান্নান, পিতা,সামছুদ্দিন বেপারী,সাং হিজলা,থানা, বাগাতিপাড়া,জেলা,দিনাজপুর।যাহা সম্পূর্ণ ভুল।দাতা ৮জনের মধ‍্য ৭নং দাতা নুরজাহান ১৯৬৭ সালে মারা গেছেন। দলিলের তফশীল বর্ণনায় বাগাতিপাড়া রেজিষ্টার অফিসের বরাত দেওয়া হয়েছে তখন বাগাতিপাড়া সাবরেজিষ্টার অফিস ছিলনা। দলিলে হলফনামা নাই এ ছাড়া আরও অনেক অসংগতি লক্ষ্যে করা যাই। উল্লেখ্য যে, আব্দুল মান্নান জমির মালিক কি ভাবে হয়।আব্দুল মান্নানের জাতীয় পরিচয়পত্রে দেখা যাই নাম,মোঃ আব্দুল মান্নান,জন্মতারিখ ১৯৭২-০৭-১০ পিতার নাম,সামছুদ্দিন বেপারী,মাতার নাম,মোছাঃ জয়দা বেগম, স্ত্রীর নাম, মোছাঃ মেরিনা আফরিন মুক্তা,জাতীয় পরিচয়পত্র নং২৩৯২০০৭৩৩৮।পিন নং ১৯৭২৬৯১০৯৩৮৬৭০৬৭৪।ফরম নং ৬৭০৬৭৪। ভোটার এলাকা হিজলী।ভোটার নং ৬৯০৩২৮৬৭০৬৭৪। বর্তমান/স্হায়ী ঠিকানা গ্রাম/মহল্লা হিজলা পাবনাপাড়া,ইউনিয়ন দয়ারামপুর,থানা,বাগাতিপাড়া,জেলা,নাটোর। জমির ক্রয়কারী ও এলাকাবাসির অভিযোগ জন্মের আগে কিভাবে জমির মালিক হয়।এই আব্দুল মান্নান কখন কোথায় বাস করে ঠিক নাই নিজ গ্রামে থাকেনা। অনেক সময় নিজকে মুক্তিযোদ্ধা পরিচয় দেই তিনি একজন বহুরুপী মানুষ।এই বিষয়ে আব্দুল মান্নান কে ফোন দিয়ে ফোনে কথা হয় তিনি বলেন আমার নাম আলহাজ্ব আব্দুল মান্নান জন্ম ৩রা নভেম্বর ১৯৫৭।