বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমানের অভিযান। বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমানের অভিযান। বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি।

সকাল থেকে ধুমধামে চলছিল বিয়ের আয়োজন। বাড়ি ভর্তি আত্মীয়-স্বজনরা বিয়ে নিয়ে ব্যস্ত। এমন সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বর ও বরযাত্রীরা। পরে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শুক্রবার বিকেলে চার ঘটিকায় বড়াইগ্রাম উপজেলায় বাল্যবিয়ে বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু বলেন, শুক্রবার বিকেলে অষ্টম শ্রেণির (১৩) এক শিক্ষার্থীর সঙ্গে উপজেলার আটুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শামিম হেসেনের (২১) বাল্যবিয়ে অনুষ্ঠান চলছিল। এসময় গোপন সংবাদে উপজেলা প্রশাসন বাল্যবিয়ে বিরোধী এক অভিযান পরিচালনা করেন। পরে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে বরসহ বরযাত্রীরা পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ১৮ বছরের আগে বিয়ে দেবেন না বলে মেয়ের বাবা এ মর্মে মুচলেকা দেন। পরে বাল্যবিয়ের আয়োজনের অপরাধে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে জন্য এই অভিযান অব্যাহত থাকবে।