বিমানের সিটের নকশা পরিবর্তন নিয়ে কাজ করছেন ডিজাইনাররা

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

করোনাভাইরাস মহামারিতে বিশ্বের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক ব্যবহার, শরীর জীবাণুমুক্তকরণ বুথ বসানোর পাশাপাশি সামাজিক দুরত্বের নিয়ম চালু করা হয়েছে। যাত্রীদের সুরক্ষা বিবেচনা করে এভিয়েশন সিট ডিজাইনাররা উড়োজাহাজের ভেতরের নকশা নিয়েও পরীক্ষা করছেন।

সিএনএন জানায়, দূরত্ব রাখতে ইকোনমি ক্লাস উড়োজাহাজে পাশাপাশি তিন সিটের মাঝেরটি ফাঁকা রাখার ব্যাপারে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, সিটগুলোর চারপাশে প্রতিরক্ষামূলক শিল্ড স্থাপন করা হতে পারে।

ফরাসি বিমান প্রকৌশলী ফ্লোরিয়ান বারজট জানান, এয়ারলাইনসগুলো কেবিনের সম্পূর্ণ নকশা পরিবর্তন করার পক্ষপাতি না। তার প্রতিষ্ঠানের নকশা অনুযায়ী উড়োজাহাজগুলোতে সিটের পেছনে একটি সুরক্ষা প্যানেল এবং দুই সিটের মাঝখানে আরেকটি সুরক্ষা প্যানেল বসবে। ইকোনমি ক্লাসের ক্ষেত্রে মাঝের সিটের উপরে সুরক্ষা শিল্ড বসবে। এতে করে যাত্রীদের মাঝে দুরত্ব বজায় থাকবে।

বারজট জানান, এগুলো বসানোর প্রক্রিয়া সহজ। সুরক্ষা শিল্ড উৎপাদনেও খুব বেশি খরচ হবে না।