শ্যামনগরে হরিণের মাংস উদ্ধার সহ ২ চোরা কারবারীকে আটক করেছে থানা পুলিশ

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মে ৮, ২০২৩

এম কামরুজ্জামান, শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে হরিণের মাংস সহ ২ জন চরাকারবারি আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
সোমবার ৮ মে সকাল ৯ টায় শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের খৈতলা থেকে ১২ কেজি হরিণের মাংস সহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বাদঘাটা গ্রামের রুহুল আমিনের ছেলে বরিউল ইসলাম (২৮)।একই গ্রামের আমাজাদ হোসেন ছেলে আজাদ হোসেন(৩২)
স্থানীয়ওরা জানান,রবিউল ইসলাম মার্কেন্টটাইস ইনসুরেন্সের চাকরির আড়ালে দীর্ঘ দিন ধরে হরিণের মাংসের ব্যাবসার সাথে তার জড়িত।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমি খবর পেয়ে থানার পুলিশ ফোর্স এস আই মোঃ সাখায়েতুল এস আই মুজরুল,কনস্টেবল শাওন আহমেদ ও পলাশ উদ্দিন ঘটনাস্থল পাঠালে সেখান থেকে থেকে ১২ কেজি হরিণের মাংস সহ দুই জনকে আটক করে নিয়ে আসে।তাদের বিরুদ্ধে ১৯২৭ বন আইনের ২৬(ক),(চ)২০১২ সালের বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইন এর ধারায় মামলা দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ভেটেনারি সার্জন ডা‌ঃ সুব্রত কুমার বিশ্বাস, জানান, প্রাথমিকভাবে জব্দকৃত মাসে হরিণের চামড়া পাওয়া গিয়েছে এবং আটককৃত ব্যক্তি স্বীকার করেছেন তারা ৮শ টাকা কেজি ধরে ক্রয় করেছে।