সুন্দরবন থেকে হরিণের মাথা পা চামড়া সহ ৪০ কেজি মাংস উদ্ধার

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩


এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। এসময় শিকারীদের ব্যবহৃত নৌকা, হরিণের মাথা, চামড়া ও পাসহ আনুসঙ্গিক মালামাল উদ্ধার করা সম্ভব হলেও পালিয়ে গেছে শিকারীরা।
২৬ আগস্ট (শনিবার) দিবাগত রাত একটার দিকে কাটেশ্বর বন টহলফাড়ি সংলগ্ন হাজির ভারানী নামক স্থানে অভিযান চালিয়ে এসব মাংস উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক-(এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, শনিবার দিবাগত রাত রাত ১টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরুল আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের হাজির ভারানি নামক স্থানে অভিযান চালিয়ে হরিনের মাংস,পা,চামড়া মাথা সহ শিকারীদের ফেলে যাওয়া নৌকা আটক করে। তবে, গহীন সুন্দরবনে পালিয়ে যাওয়ায় চোরাশিকারীদের আটক করা সম্ভব হয়নি।তিনি জানান, শিকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা অব্যাহত আছে। এছাড়া জব্দকৃত মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।