এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সর্বোচ্চ জিপিএ ঢাকা বোর্ডে,সর্বাধিক পাস রাজশাহীতে

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২০

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার পরপ্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

এবছর সকল বোর্ড মিলিয়ে সারাদেশে মোট জিপিএ-ফাইভ পেয়েছেন ১,৩৫,৮৯৮ জন পরীক্ষার্থী। সারা দেশে পাসের হার ৮২.৮৭।

প্রকাশিত ফলে জানা যায়, বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০। এ বোর্ডে উত্তীর্ণদের মধ্যে জিপিএ-ফাইভ পেয়েছেন ৪৪৮৩ জন। যশোর বোর্ডের ক্ষেত্রে পাসের হার ৮৭.৩১ এবং জিপিএ-ফাইভ পেয়েছেন ১৩৭৬৪ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৭৯, জিপিএ-ফাইভ পেয়েছেন ৪২৬৩ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২.৭৩ এবং ১২০৮৬ জন জিপিএ-ফাইভ পেয়েছেন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫.২২ এবং জিপিএ-ফাইভ পেয়েছেন ১০,২৪৫ জন শিক্ষার্থী।

জিপিএ-ফাইভ পাওয়ার তালিকায় সবার উপরে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে জিপিএ-ফাইভ পেয়েছেন সর্বোচ্চ ৩৬,০৪৭ জন। ঢাকা বোর্ডে পাসের হার ৮২.৩৪।

বোর্ডগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯০.৩৭। জিপিএ-ফাইভ পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬,১৬৭ জন পরীক্ষার্থী।

সারাদেশে ১০টি শিক্ষাবোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেয়।

মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।তাদের ভিতর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৫১ এবং
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২.৭০।

এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই। তাই এসএমএসের মাধ্যমে এসএসসির ফল প্রকাশ করছে শিক্ষাবোর্ড। ফল পেতে SSC স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস, রোল নম্বর স্পেস, পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির স্বাভাবিকতা বুঝে ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেন।