ফেসবুকে পোস্ট হওয়ার ১০ মিনিটের মধ্যে পরিষ্কার করা হলো কলেজ মাঠ : দায়িত্ব দেওয়ার পরও কাজচুরি, সমাধান করলো ১৬ ব্যাচ নিজেরাই

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২১

যশোর জেলার অভয়নগর উপজেলার সবচেয়ে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম নওয়াপাড়া কলেজের খোলা মাঠে করোনা বিধিনিষেধ মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার করেছে ব্যাচ ১৬ এর প্রায় ৭০ জন। কিন্তু ইফতার শেষ করে পরিষ্কার কর্মীকে টাকা সহ দায়িত্ব দিয়ে আসলেও কাজ অপূর্ণ ছেড়ে হারিয়ে গিয়েছিল। কিছু সচেতন মানুষের চোখে পড়াই ফেসবুকে পোস্ট হওয়ার পর মাত্র ১০ মিনিটে পৌঁছে পরিষ্কার করে দিয়েছে নিজেরাই। সচেতনতার এক দৃষ্টান্তর তৈরি হলো অভয়নগরে। অভয়নগরের মধ্যে খুবই পরিচিত ও জনপ্রিয় নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি ২০১৬ ব্যাচ। ব্যাচ ১৬ নামেই পরিচিত। তবে শংকরপাশা মডেল মাধ্যমিক বিদ্যালয় সহ নানান শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যারা ২০১৬ সালে এসএসসি দিয়েছে তারা একত্রে ব্যাচ ১৬। সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনদীপ ঘোরাইয়ের সাথে নিঃস্বার্থ ভাবে ভবদহ পানিবন্দি সমস্যা সমাধানে খালের কচুরিপানা অবসান কার্যক্রম অংশগ্রহণ করেছিল। একই সাথে ধর্ষণ বিরোধী সহ বিভিন্ন সচেতনতা কার্যক্রমেও অংশগ্রহণ করেন। অভয়নগর ব্লাড ব্যাংক, খুলনা ব্লাড ব্যাংক সহ করোনা মহামারীতে অক্সিজেন সরবরাহ করার ক্ষেত্রেও এই ব্যাচের শিক্ষার্থীদের পাওয়া যায়। নিজেদের মধ্যে এরকম একতা স্থাপন করে সকলের নজরে এসেছেন তারা। তবে গতকালের এই ঘটনা ১০ মিনিটে সঠিক করে দিয়ে সকলের কাছে ক্ষমাও চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকৃত পরিষ্কার করতে দায়িত্ব এড়িয়ে ব্যক্তি পরের দিন সকালে পরিষ্কার করবে বলে ভেবেছিল। কিন্তু এমন পরিস্থিতি বুঝতে না পারায় এমন ভুল হয়েছে। লকডাউনের বিধিনিষেধ মানা সহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে রাখতে অনুরোধ করেছে। আর আগামীতে এমন ভুল নিজেরাও করবেননা বলে জানিয়েছেন।