বড়াইগ্রামে আওয়ামীলীগের হরতাল ও অবরোধ এর বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩

মোঃ সুরুজ আলী,

বিশেষ প্রতিনিধি।

বিএনপি জামায়াত- জোট কর্তৃক মহাসমাবেশের নামে প্রধান বিচারপতির বাসায় হামলা ভাংচুর,পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা এবং সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নাটোরের বড়াইগ্রামে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার প্রান কেন্দ্র বনপাড়া বাজারে এই উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ কুদ্দুস মিয়াজী এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর -৪(বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী শহীদ পরিবারের সন্তান নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য, বনপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র সহকারী অধ্যাপক কে এম জাকির হোসেন। এ সময় বক্তব্যকালে মেয়র জাকির হোসেন বর্তমান সরকারের ১৪ বছর শাসনামলের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং বিএনপি – জামায়াতের আগুন, সন্রাস, পুলিশ হত্যা,হরতাল, অবরোধসহ বিভিন্ন অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন।

উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক কে এম জিল্লুর রহমান জিন্নাহ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বনপাড়া পৌরসভার প্যানেল মেয়র শরিফুন্নেছা শিরিন, নগর ইউ পির সাবেক চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু, চান্দাই ইউ পির সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান, বড়াইগ্রাম ইউ পির চেয়ারম্যান মমিন আলি, মাঝগাও ইউ পির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল আজাদ দুলাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক জুলফিকার মতিন, উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক রায়হান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশে প্রধান বক্তা মেয়র জাকির হোসেন আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশটি। আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতুর মতো এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত সেতু নির্মাণ,কর্ণফূলি নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল,ঢাকার হ্যালিপ্যাডে রেললাইন চালু,রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নসহ অসংখ্যা মেঘাপ্রকল্প বাস্তবায়ন করে সারাবিশ্বের কাছে বাংলাদেশকে আজ একটি উন্নত ও সমৃদ্ধ উন্নয়নশীল দেশে পরিণত করেছেন।আজকে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির অংশ হিসেবে গত ২৮শে অক্টোবর ঢাকায় মহাসমাবেশে প্রধান বিচারপতির বাসভবণে হামলা,আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলা, এক পুলিশ সদস্যকে অমানবিকভাবে পিটিয়ে হত্যা , পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ এসব কিসের আলামত ভেবে দেখার প্রয়োজন রয়েছে।

এসময় উপস্থিত বক্তারা আরো বলেন,হিংস্রাত্মক কর্মকান্ড করে কিংবা হরতাল দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব নয়, দেশের মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করছে,দেশে আজ কোন র্দূভিক্ষ নেই। দেশের মানুষজন অনাহারে অর্ধাহারে নেই। এই সরকারের সাথে দেশের জনগন রয়েছে। কাজেই ধংসাত্মক কর্মকান্ড পরিহার করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের আহবান জানান তারা।