বড়াইগ্রামে জাতীয় শোক দিবস পালন।

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

 

নিজস্ব প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার  প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিত, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের মধ্যে দিয়ে রবিবার জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সকালে বনপাড়া এস. আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইন্স্টিটিউটের বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে, শিক্ষাবিদ গৌরপদ মন্ডলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালণায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুস সোবাহান প্রাং, জাকির সরকার, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, নাহিদ হোসেন, মামুন সরকার, মোঃ রাসেল প্রমুখ। বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুঁনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর ও সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।