ভারতীয় অক্সিজেনবাহী ট্যাংকার এখন সরাসরি যশোরে

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১

জাহিদ হাসানঃ

ভারতীয় অক্সিজেনবাহী ট্রাংকার এখন দেশের চাহিদা পূরণ সহ দ্রূত সেবা দেওয়ার জন্য সরাসরি ভারত হতে এখন যশোর ডিপোতে যাচ্ছে।

করোণা কালীন সময় দেশের সংকটময় মুহূর্তে দেশের অক্সিজেনের চাহিদা পূরণের জন্য স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড, ঢাকা কর্তৃক ভারত থেকে আমদানিকৃত তরল অক্সিজেন গ্যাস সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নির্দেশনায় বেনাপোল বন্দর হতে সমস্ত শুল্ক-করাদি পরিশোধ করে সরাসরি ভারতীয় অক্সিজেনবাহি ট্যাংকার কাস্টমস কর্মকর্তা, বন্দরের কর্মকর্তা, রয়েল সিএন্ডএফ লিমিটেড ও সরকারের গুরুত্বপূর্ণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কোম্পানীর যশোরোস্ত ডিপোতে ভারতীয় অক্সিজেনবাহি ট্যাংকার পাঠানো হয়।

১৯ই আগষ্ট বৃহস্পতিবার রাতে কাস্টমসের গুরুত্বপূর্ণ সকল কাজ শেষ করে যশোরের উদ্দেশ্য অস্কিজেনবাহী ট্রাংকার ছেড়ে যায়।
এব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে, আমদানিকারকের মনোনিত সিএন্ডএফ এজেন্ট “রয়েল সিএন্ডএফ লিমিটেডের ” চেয়ারম্যান মোঃ তৌহিদুর রহমান সাংবাদিকদের জানান, করোনাকালীন সময়ে দেশের সংকটময় মুহূর্তে অক্সিজেন একটি জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের দেশে অক্সিজেন যে পরিমাণে উৎপন্ন হয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এজন্য পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নিয়মিতভাবে অক্সিজেন আমদানি করতে হয়। আমাদের দেশে অক্সিজেনের চাহিদা পূরণের জন্য সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের নির্দেশনায় আজ একটি ভারতীয় অক্সিজেন বাহি ট্যাংকার বেনাপোল বন্দর হতে স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেডের যশোর ডিপোতে সরাসরি প্রেরণ করা হয়। যশোর ডিপোতে অক্সিজেন আনলোড করে পুনরায় ভারতীয় ট্যাংকারটি বেনাপোল বন্দর হয়ে ভারতে ফেরত যাবে বলে আমাদেরকে জানিয়েছেন।