রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশকে পাশে পেতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২২

রাশিয়া ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে বিশ্ব যেন দুই বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে।পশ্চিমা ও তার মিত্ররা রাশিয়ার বিপক্ষে সর্বাত্মক অবস্থান নিয়েছে।বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশ নিরপেক্ষ অবস্থান নিলোও তাদের পাশে টানতে চাইছে পশ্চিমারা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংকটে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। রোববার শুরু হওয়া বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব সংলাপে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাস্তবতায় গণতন্ত্র এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হুমকি মোকাবিলায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভিক্টোরিয়া নুল্যান্ড।