ওয়েব সাইট থেকে আয় করছে অনেক যুবক।

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব যখন অনলাইনে এগিয়ে তখন পিছিয়ে নেই বাংলাদেশও। এখন বাংলাদেশের অধিকাংশ যুবক বেকারত্ব দূর করতে ঝুকছে অনলাইনে আয়ের পিছনে। ঘরে বসে অনলাইনেই আয় করে যুবকরা তাদের বেকারত্ব দুর করার পাশাপাশি পরিবারের পাশে সাহায্যের বাড়িয়ে দিচ্ছে।

তেমনই এক তরুন উদ্দোক্তার সফল প্রয়াশে বেকারত্ব দূর হয়েছে বেশ কিছু বেকার যুবকের। এবং আগামীতেও বেকার যুবকের পাশে দাড়াতে চান তরুন উদ্দোক্তা নাটোরের কৃতি সন্তান মোতালেব হোসেন। তরুন উদ্দোক্তা মোতালেব হোসেন নাটোর হোস্ট(www.natorehost.online) নামে একটি হোস্টিং কোম্পানির মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করে নিজে ও সমাজের বেকার যুবকদের বেকারত্ব দুর করতে কাজ করছেন। তার ইচ্ছা সমাজে বেকারত্বের সংখ্যা যে হারে বেড়েছে তা যেনো শূন্যতে পরিনত হয়। কারন যুবকরাই একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন সমাজ গড়তে পারে।

তবে তরুন উদ্দোক্তা মোতালেব হোসেন বেকার যুবকদের যে কাজগুলোর সাহায্যে সহজে টাকা উপার্জনের পথ খুজে দিয়েছেন সেগুলোঃ-

✪ ই-কমার্স ওয়েবসাইট

✪ কোম্পানী ওয়েবসাইট

✪ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট

✪ ব্যাক্তিগত ওয়েবসাইট

✪ ব্লগ ওয়েবসাইট

✪ ট্রেইনিং প্রতিষ্ঠান/কোচিং সেন্টার ওয়েবসাইট

✪ নিউজপেপার ওয়েবসাইট

✪ অনলাইন টিভি/আইপি টিভি ওয়েবসাইট

✪ ট্যুর/ভিসা ফার্ম/রিসোর্ট ওয়েবসাইট

✪ হোটেল ও পর্যটন ওয়েবসাইট

✪ ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট

✪ ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট

✪ রিয়েল ইস্টেট কোম্পানী ওয়েবসাইট

✪ ইঞ্জিনিয়ারিং/ কন্সট্রাকশন কোম্পানী ওয়েবসাইট

✪ বায়িং হাউজ/গার্মেন্টস ওয়েবসাইট

✪ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট

✪ মার্কেটিং ফার্ম ওয়েবসাইট

✪ ল-ফার্ম ওয়েবসাইট

✪ হাসপাতাল/ ক্লিনিক ওয়েবসাইট

✪ ফাইনেন্সিয়াল এসোসিয়েশন ওয়েবসাইট

✪ এনজিও এবং সামাজিক কার্যক্রম সংবলিত ওয়েবসাইট

✪ অকশন ওয়েবসাইট

✪ হাসপাতাল ও ক্লিনিক ওয়েবসাইট

===============

সেবা সমূহ :

===============

+ ডোমেইন নেম রেজিস্ট্রেশান ।

+ ওয়েব সার্ভার , ওয়েব হোস্টিং।

+ ওয়েবসাইট ডিজাইন & ডেভেলপমেন্ট ।

+ ফেসবুক,,গুগল,ইউটিউব বিজ্ঞাপন।

+ এসইও সার্ভিস।