করোনা চিকিৎসা বাড়ি বাড়ি গিয়ে : কেমন সাড়া পাচ্ছে গণস্বাস্থ্য

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

বাড়ি বাড়ি গিয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। দ্বিতীয়দিনের মতো আজ শুক্রবার এ সেবা প্রদান করেছে গণস্বাস্থ্য।  এ সেবা  প্রাথমিক অবস্থায় তারা রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রদান করছে। তবে গণস্বাস্থ্যের এখনও বাড়িতে গিয়ে করোনা রোগীকে সেবা দেয়ার সুযোগ হয়নি ।

নতুন সেবা চালুর দুইদিন কেমন কাটল জানতে চাইলে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ভাইস প্রিন্সিপাল (উপাধ্যক্ষ) ডা. মুহিব উল্লাহ খোন্দকার জাগো নিউজকে বলেন, ‘কার্যক্রম মাত্র শুরু হয়েছে। টেস্টের জন্য অনুরোধ পেয়েছি কিছু। আজকে মূলত মানুষ তথ্য জানার জন্য ফোন করেছে বেশি।

 

গণস্বাস্থ্য নগর হাসপাতালের ঠিকানা- বাড়ি নং- ১৪/ই, রোড নং- ০৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন: ৯৬৭০০৭১-৫, ৯৬৭৩৫১২, ৯৬৭৩৫০৯, ০১৭০৯৬৬৩৯৯৪, +৮৮০৯৬০২১১১৯৪০, +৮৮০৯৬০২১১১৯৪১। ই-মেইল: gdc@gonoshasthaykendra.org, ওয়েব: www. Gonoshasthayakendra.org।