তালায় আই জি এ প্রকল্পের শিক্ষার্থীদের ভাতা প্রদান

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২


বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)

তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত আইজিএ প্রকল্পের প্রশিক্ষণ নেওয়া প্রতিটি শিক্ষার্থীদের মাঝে ভাতা প্রদান করা হয়েছে।

রবিবার (৯ জানুয়ারী) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়বর্ধক কাজের প্রশিক্ষণ প্রদানের ও দক্ষ মানবসম্পদ পরিণত হতে সহায়তা করা কে সামনে দিয়ে।২টি ট্রেডে জন প্রতি শিক্ষার্থীর বারো হাজার টাকা করে ৫০জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে প্রশিক্ষণ ভাতা ৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
ভাতার টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। বিউটিফিকেশনের প্রশিক্ষক মারুফা আক্তার। ফ‍্যাশন ডিজাইনের প্রশিক্ষক কপি বিশ্বাস।

এছাড়া অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক পার্থ প্রতীম মন্ডল, ফয়সাল হোসেন সহ সদ্য প্রশিক্ষণ গ্রহন প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী ও তালা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অফিসে সকল কর্মচারী বৃন্দ। সকল শিক্ষার্থীদের প্রধান কার্যালয় থেকে শিক্ষা সনদ আসলেই সকলকে পরবর্তী সময়ে শিক্ষা সনদ প্রদান করা হবে বলে তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে।