শ্যামনগরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩


এম কামরুজ্জামান, শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলায় ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,ষ্টোকে প্যারলাইজড,জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়া রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরন করা হয়েছে।
সোমবার ২৬ জুন সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ জাতীয় আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান একেএম অধ্যক্ষ জাফরুল আলম (বাবু),মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা,শ্যামনগর সদর ইউপি সদস্য মোছা: দেলোয়ারা বেগম, শ্যামনগর থানার তদন্ত অফিসার হাফিজুর রহমান উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন) প্রমুখ। বক্তব্য শেষে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪০ জন রোগীদের ৫০ হাজার করে মোট ২০ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক এবং বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার বহি চেক তুলে দেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান।