যশোরে ৮টি উপজেলায় ২য় ডোজের টিকা নিয়েছেন ৪০,৮৯৩ জন; প্রথম ডোজ নিয়েছেন ১,৪৩,২৮৬ জন

প্রকাশিত: ৭:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

করোনা মহামারী নিয়ন্ত্রণের লক্ষ্যে সারাদেশে করোনা টিকা প্রদান শুরু করে সরকার। তারই অংশ হিসাবে গতকাল শনিবার(২৪ এপ্রিল) পর্যন্ত যশোরে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪০ হাজার ৮৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮১৬ জন করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৫১৭ জন পুরুষ ও ৭২৬ জন নারী।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, শনিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন ২ হাজার ২৪৩ জন। তাদের মধ্যে ১ হাজার ৩১৩ জন পুরুষ ও ৯১০ জন নারীকে ভ্যাকসিন দেয়া হয়েছে। পুলিশ হাসপাতালে পুরুষ ৮৮ জন ও নারী ৩৮ জন, যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১০১ জন পুরুষ ও ৯ জন মহিলা টিকা নিয়েছেন।

এছাড়াও টিকা নিয়েছেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ জন পুরুষ ও নারী ১৯০ জন নারী,, বাঘারপাড়ায় পুরুষ ৮১ জন ও নারী ৪৯ জন,, চৌগাছায় পুরুষ ১০১ জন ও নারী ৪৬ জন নারী,, ঝিকরগাছায় পুরুষ ১২৯ জন ও ৭৮ জন নারী,, কেশবপুরে পুরুষ ১৫৫ জন ও নারী ১০৫ জন,, মনিরামপুরে পুরুষ ২৭৪ জন ও নারী ২৪০ জন এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ৩৮৬ জন এবং নারী ২০৩ জন।
এ পর্যন্ত যশোরে প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮৬ জন ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ৪০ হাজার ৮৯৩ জন।