সামাজিক সম্প্রীতি কমিটির সভা শ্যামনগরে অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২


এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্প্রিতি-সমাবেশ,উদ্ভুদ্ধোকরন সভা, জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহনের মাধ্যেমে বিদ্যমান আন্ত:ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদিয়ক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষে শ্যামনগরে সামাজিক সম্প্রীতি কমিটির সভায় সাতাক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, সহকারী কমিশনার ভূমি মো: আসাদুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর থানার ওসি (তদন্ত) সানোয়ার হাওলাদার মাসুম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন্দ্র নাথ বিশ্বাস,জাতীয় মহীলা সংস্থার সভাপতি সাহানা হামিদ,বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মূখার্জী। এসময় উপস্থিত ছিলেন কমিটিতে অন্তভূক্ত উপজেলার প্রশাসনিক কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা,সাংবাদিক সহ উপজেলা সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সংসদ সদস্য তার বক্তব্যে সকলের উদ্যেশ্য বলেন-‘সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টকারী সকল ধর্মের শত্রু সমাজের শত্রু,তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’তিনি আরো বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলার সামাজিক সম্প্রীতি রক্ষার এই কমিটিতে যারা অন্তভূক্ত আছেন সকলেই সামাজিক সম্প্রিতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন এবং সকল তথ্য আমাকে জানাবেন, সম্প্রীতি বিনষ্টকারী ব্যাক্তি যেই হোকনা কেন তাকে কোন ছাড় দেওয়া হবেনা।