সোমবার রাতে কুষ্টিয়া মেডিকেলে চার জেলার ১৮ জনের করোনা শনাক্ত; কুষ্টিয়া জেলার বিস্তারিতসহ

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ১৪ ডিসেম্বর(সোমবার) ২০২০ মোট ১৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে;

কুষ্টিয়া জেলার ১২৩ জনের নমুনাতে ১২ জনের,
চুয়াডাঙ্গা জেলার ৩২ জনের নমুনাতে ৪ জনের,
ঝিনাইদহ জেলার ১৯ জনের নমুনাতে ১ জনের ও
মেহেরপুর জেলার ৬ জনের নমুনাতে ১ জনের নমুনাতে করোনা ভাইরাস পাওয়া গেছে।

কুষ্টিয়া জেলায় শনাক্ত ১২ জনের মধ্যে আছেন, সদর উপজেলার ৯ জন, কুমারখালী উপজেলার ২ জন এবং দৌলতপুর উপজেলার ১ জন।

সদর উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানা হলো, আড়ুয়াপাড়া ১ জন, থানা পাড়া ৩ জন, কেজিএইচ ৩ জন, আমলা পাড়া ১ জন ও মজমপুর ১ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা হলো, সোনালী ব্যাংক ২ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা হলো, দিঘলকান্দি ঝাউদিয়া ১ জন।

সোমবার পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩ হাজার ৭০৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৫০৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮৬ জন।