হাতির চাঁদাবাজি এড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩


মোঃ আহসান হাবিব শিমুল (আদমদীঘি, বগুড়া)

শনিবার সকালে বগুড়ার আদমদীঘিতে কাভার্ডভ্যান- মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক ছেলে ও তার বাবা নিহত হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির ইন্দইল ব্রিজ পয়েন্টে।

জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ওই স্থানে হাতি দিয়ে চাঁদাবাজী করছিল হাতির মাহুত কাউসার আলী। চাঁদাবাজ হাতির মাহুতের কবল থেকে রক্ষা পেতে বাম সাইডের পরিবর্তে করে ডান সাইড দিয়ে আদমদীঘি যাচ্ছিল মটরসাইকেল চালক মাদ্রাসা শিক্ষক জাহিদুল ইসলাম ও তার বাবা লোকমান হোসেন। এসময় বিপরীত দিকে আসা নওগাঁগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের কাভার্ডভ্যানের সাথে মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় মটরসাইকেল চালক জাহিদুল ইসলাম ও তার বাবা লোকমান হোসেনকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত বাবা লোকমান হোসেন (৭৫) ও ছেলে আদমদীঘি সদরের আদমিয়া ফাজিল মাদ্রসার শিক্ষক জাহিদুল ইসলাম (৫০) আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির লক্ষীকুল গ্রামের বাসিন্দা। ঘটনার পরই ঘাতক কাভার্ডভ্যান (নং ঢাকা মেট্রো-ম-১১-৬৭৮৬) চালক কৌশলে পালিয়ে যায়। তবে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হাতিসহ মাহুত কাইসার আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। হাতির মাহুত নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর এলাকার বেলাল হোসেনের ছেলে।