যশোরে শীতার্ত কনেজপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র উপহার দিলো যশোর কমিউনিটি।

Reporter Reporter

Bangladesh

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

“হাসি ফুটে উঠুক সকল মানুষের মুখে,,

ছড়িয়ে পড়ুক উষ্ণতা”।

এ স্লোগানকে সামনে রেখে Jashore Community  ( যশোর কমিউনিটি ) ‘র চলমান শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ ৩০শে জানুয়ারি, রোজ সোমবার যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কনেজপুর হাফেজিয়া বহুমুখী মাদ্রাসায় শীতার্ত মেধাবী ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন Jashore Community  যশোর কমিউনিটির কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত প্রচার সম্পাদক ফাহাদ আল তাজীম, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুস শাহাদৎ।

বিতরণকালে প্রচার সম্পাদক ফাহাদ আল তাজীম বলেন,” যশোর কমিউনিটি যশোরের সাধারণ মানুষের অধিকার, বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে।কমিউনিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব ডাঃ মোঃ রাইয়ান হাসার এর দিকনির্দেশনা ও কমিউনিটির একঝাক সদস্যের অনুপ্রেরণায় সফলভাবে কাজ করে যাচ্ছে যশোর কমিউনিটি।”

কনেজপুর হাফেজিয়া বহুমুখী মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার সভাপতি উপস্থিত থেকে শীতবস্ত্র গ্রহণ করেন।

যশোর কমিউনিটি যশোরের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে শপথ নিয়েছে তা যথাযথ ভাবেই পালন করে চলেছে।