মধ্যবিত্তের জন্য দুর্দান্ত ফোন আনছে শাওমি

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, মে ২০, ২০২০

নতুন ফোন আনছে শাওমি। নতুন Redmi ফোনে থাকছে 5G কানেক্টিভিটি। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। চীনের সার্টিফিকেশন ওয়েবসাইটে M2004J7AC মডেল নম্বরে সামনে এসেছে এই স্মার্টফোন। সঙ্গে থাকছে ওলেড ডিসপ্লে। সব ঠিক থাকলে শিঘ্রই চীনে এই ফোন লঞ্চ হতে পারে।

TENAA লিস্টিং থেকে জানা গিয়েছে নতুন Redmi ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। থাকছে একটি 6.57 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। এই ফোনের অক্টা-কোর প্রসেসরে থাকছে 2.6GHz ক্লক স্পিড। 64GB, 128GB ও 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 6GB + 128GB, 8GB RAM + 128GB, 6GB RAM + 64GB ও 8GB RAM + 256GB ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ করবে চীনের সংস্থাটি।

এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সঙ্গে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 206 গ্রাম ওজনের এই ফোনের আয়তন 164.15×75.75×8.99 মিমি। 4,420mAh ব্যাটারি সহ এই ফোন লঞ্চ হবে। নীল, কালো, সবুজ, গোলাপি, লাল, রূপালি ও সাদা রঙে পাওয়া যাবে এই 5G স্মার্টফোন।
ফোনটির দাম ২২ হাজার টাকার মধ্যে থাকবে বলে জানাগেছে।