মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন নিয়ে কনফিউশন সৃষ্টি হয়েছে: মেয়র তাপস

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন নিয়ে কিছু কনফিউশন সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ফজলে নূর তাপস।

তিনি বলেন, “গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন এসেছে। এ নিয়ে কিছু কনফিউশনও সৃষ্টি হয়েছে, কিন্তু আমি মনে করি এখানে কনফিউশনের কোনো অবকাশ নেই। এখানে আমাদের যে লাল জোন চিহ্নিত করে দেওয়া হবে আমরা সেই লাল জোন এলাকায় লকডাউন বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করব। এই প্রজ্ঞাপন পাওয়ার প্রেক্ষিতেই আমরা আজকের এই সভা ডেকেছি”।

মঙ্গলবার দুপুরে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘রেড জোন’ হিসিবে চিহ্নিত এলাকাগুলোতে লকডাউন বাস্তবায়ন করতে আরও চার-পাঁচ দিন লাগবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, অতি সংক্রমণের পাড়া-মহল্লা সুনির্দিষ্ট করতেই দুই থেকে তিন দিন লেগে যাবে। তারপরে লকডাউন বাস্তবায়ন করতে আরও ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগবে।

মেয়র তাপস বলেন, ‘একটি ব্যবস্থাপনা কমিটিও করে দেওয়া হয়েছে। এই কমিটির আওতায় সকলকে নিয়ে আমরা আলোচনা করেছি কীভাবে বাস্তবায়ন করব। নির্ধারিত ওয়ার্ড বা পুরো এলাকা অবরুদ্ধ না করে শুধু ‘বেশি আক্রান্ত এলাকায়’ লকডাউন বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে গাইডলাইন তৈরি করা হয়েছে সে অনুযায়ী কাজ করব আমরা। বিশেষ করে জোনিংয়ের মধ্যে লাল জোন নিয়েই আমরা উদ্বিগ্ন, সেটা বাস্তবায়ন করাই আমাদের প্রথম দায়িত্ব। যেই এলাকায় সংক্রমণ বেড়ে যেতে পারে, নির্ধারিত কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে জানাবে যে, এই এলাকাটা এই মহল্লাটা বা রাস্তাটা লাল জোন হিসেবে চিহ্নিত হয়েছে। সেটাকে লাল জোনের আওতায় এনে লকডাউন বাস্তবায়ন করব।’