মাস্টার আবুল বাশারের অনভিপ্রেত মৃত্যুতে শ্যামনগরে শোকর‍্যালী ও মানববন্ধন

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩


এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের অনভিপ্রেত মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে ৭ জানুয়ারী শনিবার উপজেলার চারটি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিকাল ৪টায় শোকর‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চিংড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের পরিচালনা বক্তব্য রাখেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, নওয়াবেকি কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন। বক্তাগণ বলেন মাস্টার আবুল বাশার মৃত্যুর জন্য যারা প্ররোচনা যোগেয়েছে ও মামলার আসামী সড় প্রকৃত দোষীদের তদ্ন্ত পূর্বক তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনের সাথে ঘোষণা করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।