রেশন কার্ডধারী জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে অন্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২২


এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের আওতায় সুলভ মূল্যে কার্ডধারী ব্যক্তিকে মৃত দেখিয়ে অন্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করা হয়েছে। ১সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আবেদনটি দাখিল করেন-পদ্মপুকুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঝাপা গ্রামের মৃতঃ গীরেন্দ্র নাথ মন্ডলের পুত্র অচিন্ত্য কুমার মন্ডল।তিনি লিখিত অভিযোগে জানান, অচিন্ত্য কুমার মন্ডল অসহায়, হতদরিদ্র্য ও ভূমিহীন হওয়ায় ১০ কেজি দরে চাউলের কার্ড পান। যার কার্ড নং ১৫২৩।কার্ড অনুযায়ী গত ১৪এপ্রিল ২০২২তারিখে ৩০কেজি চাউল উত্তোলন করেন অচিন্ত্য কুমার মন্ডল। পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের কে বা কাহারা অচিন্ত্য কুমার মন্ডলকে মৃত্যু দেখিয়ে একই গ্রামের সুশান্ত মন্ডলের স্ত্রী লিপীকা মন্ডলকে রেশন কার্ড সংশোধনী করার অভিযোগ উঠে। পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলামের ব্যবহৃত ০১৭১১-৯৬৫৪** নং মোবাইলে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ না করেন নি। অচিন্ত্য কুমার মন্ডল যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিপীকা মন্ডলের নাম বাতিল করে অচিন্ত্য কুমার মন্ডলের কার্ড বহালের দাবী করেন।