হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিও কলে একসঙ্গে ৫০ জন

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

গ্রুপ ভিডিও কলের জন্য এখন আর অন্য কোনো অ্যাপের ওপর নির্ভর করতে হবে না হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। ফেসবুক মালিকানাধীন মেসেজিংয়ে প্ল্যাটফরমটি থেকেই এবার একসঙ্গে ৫০ জন নিয়ে গ্রুপ ভিডিও কল করা যাবে।

ফলে এখন থেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার রুমের সাহায্যেই একসঙ্গে ৫০ জনকে গ্রুপ ভিডিও কলে যুক্ত করা যাবে। তার জন্য ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের লেটেস্ট আপডেট থাকাটা অত্যন্ত জরুরি।

যেভাবে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৫০ জন গ্রুপ ভিডিও কল করবেন-

* শুরুতে হোয়াটসঅ্যাপের কল অপশনটি থেকে ‘ক্রিয়েট এ রুম’ অপশনে ক্লিক করুন। এবার ‘কন্টিনিউ ইন মেসেঞ্জার’ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি আপনাকে মেসেঞ্জার অ্যাপে নিয়ে যাবে।

* এরপর মেসেঞ্জার অ্যাপে ‘ট্রাই ইট ফর প্রমটেড’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘ক্রিয়েট এ রুম’ অপশনে ক্লিক করে রুমের একটি নাম দিতে হবে।

* এরপর ‘সেন্ড লিঙ্ক অন হোয়াটসঅ্যাপ’ অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই ফের হোয়াটসঅ্যাপ খুলে যাবে। এবার যাদের ভিডিও কলিংয়ে যুক্ত করতে চান, হোয়াটসঅ্যাপে তাদের লিঙ্ক পাঠিয়ে ভিডিও কলিং করতে পারবেন।