ইসলামাবাদে শুরু হল ওআইসি সম্মেলন

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২২

পাকিস্তানে শুরু হয়েছে ওআইসির পরারাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। রাজধানী ইসলামাবাদের পার্লামেন্ট হাউজে আজ সম্মেলনটি শুরু হয়। এবারের সম্মেলনটি ৪৮ তম সম্মেলন।

খবরে জানানো হয়েছে, দুই দিন ধরে চলবে ৫৭ সদস্যের এই সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। এতে শতাধিক রেজ্যুলেশন পর্যালোচনা করে দেখা হবে। এবারের সম্মেলনের উপপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঐক্য, ন্যায় এবং উন্নয়নের জন্য অংশীদারিত্ব নির্মাণ’। এতে উপস্থিত হয়েছেন ৪৬টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা। বাকি দেশগুলোর উর্ধতন কর্মকর্তারাও এতে যোগ দিয়েছেন।

এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেয়ার কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। এতে ওআইসিতে পাকিস্তানের ভূমিকা তুলে ধরবেন তিনি। একইসঙ্গে মুসলিম বিশ্ব যেসব চ্যালেঞ্জের মুখে রয়েছে তা নিয়েও কথা বলবেন পাক প্রধানমন্ত্রী। বক্তব্য দেয়ার কথা রয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিরও।