এবার গোলানে বসতি স্থাপনের ঘোষণা ইসরাইলের

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২০

এবার গোলান মালভূমিতে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরাইল। প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘ট্রাম্প মালভূমি’।
গত বছর শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই গোলান মালভূমিকে ইসরাইলের বলে স্বীকৃতি দিয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে রেখেই ওই স্বীকৃতিতে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প।

রোববার দেশটির আবাসনবিষয়কমন্ত্রী জিপি হোটোভ্যালি জানান, ইসরাইলের বসতিবিষয়ক মন্ত্রণালয় ‘রামাত ট্রাম্প’ প্রকল্পের কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে।

হিব্রু ভাষায় রামাত মানে মালভূমি এবং রামাত ট্রাম্প অর্থ ট্রাম্প মালভূমি। গোলান মালভূমিকে ইসরাইল ‘ট্রাম্প মালভূমি’ নাম দিয়ে প্রকল্পটি শুরু করতে যাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন প্রকল্পে তিনশ’ পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হবে।

১৯৬৭ সালের জুন মাসে আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরীয় ভূখণ্ড গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইল। ১৯৮১ সালে একতরফাভাবে ওই এলাকা নিজেদের বলে ঘোষণা করে ইসরাইল।
তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলকে সেই স্বীকৃতি দেয়নি। ২০১৮ সালের ১৫ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবে ইসরাইলকে পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমিসহ ফিলিস্তিনি ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের শোষণ বন্ধ করতে বলা হয়।