করোনায় আক্রান্ত ভারতে এবার ৮ টি সিংহ

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ৪, ২০২১
lion

ভারতের হায়দরাবাদের জনপ্রিয় নেহরু জুয়োলজিক্যাল পার্কে (এনজেডপি) একসঙ্গে আটটি সিংহের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। বলা হচ্ছে, দেশটিতে বন্যপ্রাণীর দেহে ভাইরাস শনাক্ত হওয়ার এটিই সম্ভবত প্রথম ঘটনা।

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল ভারতের সেলুলার অ্যান্ড মোলকিউলার বায়োলজি সেন্টার (সিসিএমবি) মৌখিকভাবে পার্ক কর্তৃপক্ষকে বলেছে, সিংহগুলোর আরটি-পিসিআর টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।

এনজেডপির কিউরেটর ও পরিচালক ড. সিদ্ধানন্দ কুক্রেতি বিষয়টি স্বীকারও করেননি, অস্বীকারও করেননি।

তিনি বলেন, এটি সত্য যে সিংহগুলোর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। তবে আমি এখনো আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট হাতে পাইনি। এজন্য এটি নিয়ে এখনই মন্তব্য করা উচিত হবে না।

সিংহগুলোর শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, ওরা ভালো আছে।

সূত্র জানিয়েছে, গত ২৪ এপ্রিল নেহরু জুয়োলজিক্যাল পার্কের পশুচিকিৎসকরা খেয়াল করেন সিংহগুলো করোনার উপসর্গ দেখাচ্ছে। তাদের ক্ষুধামন্দা, নাক দিয়ে পানি পড়া ও কাশি হচ্ছিল।

সাফারি পার্কের প্রায় ৪০ একর জায়গায় ১২টি সিংহের বসবাস। তাদের বয়স ১০ বছরের মতো। এদের মধ্যে চারটি পুরুষ ও চারটি নারী সিংহ করোনায় আক্রান্ত হয়েছে।

 

সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা