কাতার বিশ্বকাপ খেলতে পারছেনা ইতালি

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২২

২০১৮ সালের পর ২০২২ সালের বিশ্বকাপে খেলার সুযোগ হারাল ইতালি। উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে শেষ হলো ইতালির বিশ্বকাপ মিশন।

শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের প্রি প্লে-অফ ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়েছে উত্তর মেসিডোনিয়া। ম্যাচের জয়সূচক গোলটি করেন মেসিডোনিয়ার আলেকজান্ডার ত্রাজকভস্কি।

ম্যাচের শেষ মুহূর্তের অসাধারণ এক গোলে কাতার বিশ্বকাপে ইতালিকে দর্শক বানিয়ে দিল মেসিডোনিয়া। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মূলপর্বে খেলা হচ্ছে না আজ্জুরিদের। ইউরো জয়ীদের ছাড়াই আয়োজিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ। অন্যদিকে লড়াকু জয়ে স্বপ্ন ছোঁয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল মেসিডোনিয়া।

এর আগে ২০১৮ সালে বাছাইপর্বে সুইডেন বাধা পেরোতে না পেরে রাশিয়া বিশ্বকাপ খেলতে পারেনি ইতালি।