শ্যামনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩


এম কামরুজ্জামান শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

শ্যামনগরে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ আগষ্ট) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের সদস্যদের নিয়ে গঠিত মোক্তার হোসেনের নেতৃত্বাধীন লাল দল বনাম জয়দেবের নেতৃত্বাধীন সবুজ দল। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা দর্শকরা উপভোগ করে খেলাটি। ৯০ মিনিটের খেলায় লাল দল ও সবুজ দল ১-১ গোলে সমতা হয়। লাল দলের হয়ে পলাশ ও সবুজ দলের রহমত ১ টি করে গোল করতে সক্ষম হন। পরে টাইব্রেকারের মাধ্যমে খেলার সমাপ্তি হয়। এতে সবুজ দল বিজয়ী হয়।খেলাটি উদ্বোধন করেন সাবেক ফুটবলার এবং উপজেলা রেফরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তৈবুর রহমান বাবলু ও সাবেক ফুটবলার এবং শ্যামনগর ফুটবল একাডেমির কোচ শেখ আক্তার হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্য ফোরামের সদস্য মোঃ শাহজাহান সিরাজ, শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের পরিচালক আব্দুল আলিমসহ আরও অনেকে।শেষে বিজয়ী দলের অধিনায়ক জয়দেবের হাতে ট্রফি তুলে দেন সাবেক ফুটবলার ও উপজেলা রেফরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তৈবুর রহমান বাবলু ও মোঃ রাজু আহমেদ।
খেলাটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা রেফরি অ্যাসোসিয়েশনের সদস্য আবু সুফিয়ান।