জর্জ ফ্লয়েডের স্মরণসভায় মানুষের ঢল

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

টেক্সাসে আয়োজিত এক স্মরণসভায় যোগদান করে হাজার হাজার মার্কিন নাগরিক।মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ও ডেমোক্রেট সদস্যরাও হাটু গেড়ে একাত্ত্বতা প্রকাশ করে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুুডোও কিছুদিন আগে রাস্তায় হাটু গেড়ে একাত্বতা পোষন করেন।
পুলিশের হাতে নিহত হন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লোয়েড।
এরপর থেকেই আমেরিকা,যুক্তরাজ্য,ফ্রান্সসহ আরো অনেকদেশে বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়।
এদিকে অভিযুক্ত পুলিশ সদস্য বিভিও কনফারেন্সেরর মাধ্যমে শুনানিতে অংশ নেয়।১২ লাখ ৫০ হাজার ডলারে জামিন পেতে পারে অভিযুক্ত পুলিশ সদস্য।
পরবর্তী শুনানী আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে।